রো বনাম ওয়েড – কিছু ভাবনা, কিছু প্রতিবেদন

 বিজ্ঞান ও প্রগতির বিপরীতে আজও যে মধ্যযুগীয় ভাবধারারই জিত, রো বনাম ওয়েডের ফলাফল আমাদেরকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমেরিকার উদাহরণকে বারেবারেই নানা প্রবন্ধে তুলে আনতে চাইছি তার কারণ, যাঁরা সবকিছুতেই পশ্চিমের বিষয়ে উদ্বাহু হয়ে নৃত্য করতে অভ্যস্ত তাঁদেরকে একথা মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে – স্যামচাচার দেশেও প্রদীপের তলাতেই রয়েছে অন্ধকার। গর্ভপাতের সপক্ষে আন্দোলন আদতে বিজ্ঞানসম্মত চিন্তার সপক্ষে আন্দোলন, বিজ্ঞানমুখী আন্দোলন।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 17 July, 2022 | 381 | Tags : Roe v/s Wade  Pro-Choice Movement  USA